সাংবাদিক উৎস`র খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল রংপুর
রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের অলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিটি প্রেসক্লাবের সদস্য মশিউর রহমান উৎস ওরফে উৎস রহমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
এ ঘটনার তীব্র প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে রংপুরের গণমাধ্যম কর্মীসহ সকল স্তরের মানুষ আন্দোলনে নেমেছে।
শনিবার সকাল থেকে সিটি প্রেসক্লাবের উদ্যোগে নগরীতে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
সমাবেশ থেকে আগামীকাল রোববার খুনিদের গ্রেফতারের দাবিতে মৌন মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হয়। পরে একটি মৌন মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শরীফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক সাকিল আহাম্মেদ, এনটিভির মঈনুল হক, একুশে টিভির লিয়াকত আলী বাদল, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগম মালা, রংপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
অন্যদিকে রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে উৎস রহমানের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সাংবাদিকের মা নুরজাহান বেগম, স্ত্রী তাহমিনা বেগম প্রেসক্লাব সভাপতি সদরুল আলম দুলু।
সমাবেশে ৪৮ ঘণ্টা অতিবাহিত হবার পরেও খুনিদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হবার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও রংপুরে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াতে কর্মরত ফটো সাংবাদিকরা রাস্তায় তাদের ক্যামেরা রেখে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, সাংবাদিক উৎস রহমান হত্যা মামলাটি তদন্ত করার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, পুলিশ সব দিক গুরত্বসহকারে বিবেচনা করে খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে বলে তিনি আশা করছেন।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে যুগের আলো পত্রিকা অফিস থেকে তার খালার বাসায় যাবার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হন উৎস। এরপর বৃহস্পতিবার সকালে নগরীর দমদমা এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে শেখপাড়া গ্রামে একটি ক্ষেতের ওপর গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উৎসের মরদেহ সনাক্ত করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত উৎসের মা নুরজাহান বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত উৎস নগরীর স্টেশন রোড এলাকার পীরপুরে পরিবারসহ বসবাস করতেন। তার মা-বাবা ও স্ত্রী ছাড়াও মালিহা মুমতাজ উর্বি নামে দেড় বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।
জিতু কবীর/এমএএস/আরআইপি