নওগাঁর দুই পৌরসভার ৩৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত
দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের আমেজ ততই বৃদ্ধি পাচ্ছে। কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। সব প্রার্থীই ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন।
নওগাঁয় তিনটি পৌরসভা হলেও দুটি পৌরসভা নওগাঁ সদর ও নজিপুর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্ত ব্যবস্থা।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম জানান, নওগাঁ পৌরসভায় চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, বিএনপির নজমুল হক সনি, স্বতন্ত্র আবদুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম।
নওগাঁ পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন এবং তিনটি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৪ জন।
অপরদিকে, পত্নীতলার নজিপুর পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী বাবু, বিএনপির আনোয়ার হোসেন ও জাতীয় পার্টির আসগর আলী। নজিপুর ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ পৌরসভার ৪০টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং নজিপুর পৌরসভার ৯টি কেন্দ্রর মধ্যে ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সব কেন্দ্রগুলো সমানভাবে প্রাধান্য দেয়া হচ্ছে- জানিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা আরো জানান, ভোট কেন্দ্র নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা হবে যাতে ভোটারা ভোট কেন্দ্রে নিবিঘ্নে ভোট দিতে পারেন।
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, অস্ত্র উদ্ধার ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আগামীতে আরো অস্ত্র উদ্ধার করা হবে। পাশাপাশি যারা নির্বাচনে আধিপত্য বিস্তার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আব্বাস আলী/এআরএ/আরআইপি