হবিগঞ্জে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেফতার
হবিগঞ্জে অস্ত্রসহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের পঞ্চবটি সেগুন বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার মধ্য রাণীগাঁও গ্রামের আলী আহম্মদের ছেলে মো. আলাউদ্দিন ও ইসলামপুর জিদ্দরছড়ার নজির আলীর ছেলে হোসেন আলী।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পাইপগান, দুইটি কার্তুজ, গাছের গুঁড়ি, গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা করেছে। এছাড়া বন বিভাগের বন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইউএইচ/জেআইএম