ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৬ মাস পর মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১

প্রায় ছয় মাস পর করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যায়নি।

বুধবার (২৭ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৮ রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা কেউ করোনা শনাক্ত হয়নি।

মঞ্জুরুল ইসলাম/এএইচ/জেআইএম