না.গঞ্জে পাটজাত মোড়ক ব্যবহারে ডিজির নেতৃত্বে অভিযান
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের পাইকারি ব্যবসা কেন্দ্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ডিজি (জুট বিভাগ) ও যুগ্ম সচিব মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় তিনি পাইকারি ব্যবসা কেন্দ্রের দোকানগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন পাট অধিদফতরের সহকারী পরিচালক কেফায়েত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ছরোয়ার হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারিয়া পেরেরা, র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট মো. ছরোয়ার হোসেন জাগো নিউজকে জানান, নিতাইগঞ্জ পাইকারী ব্যবসা কেন্দ্রগুলো পরিদর্শনে ধান, চাল, গম ও ভুট্টা এই চারটি পণ্যের মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করায় ডিজিসহ অন্যরা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, তারা ইতোমধ্যেই ওই চারটি পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবেই পাটের বস্তার ব্যবহার করে আসছেন।
উল্লেখ্য, প্রথমে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয়টি পণ্যের মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হলেও রাসায়নিক জাতীয় পণ্য হওয়ায় চিনি ও সারের বিষয়ে সরকার শিথিল হয়। এছাড়া পোলাও চাল সুগন্ধিযুক্ত হওয়ায় পানি প্রবেশ করলে চাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে সরকার শিথিল রয়েছে।
মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস