ডোমার সদর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে
নীলফামারী জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে ডোমার উপজেলা নির্বাচন কমিশন।
দলীয় দৃষ্টি ভঙ্গিতে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চলছে টান-টান উত্তেজনা। এর ফলে ৯টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। বিধি অনুযায়ী দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এই নির্বাচন হওয়ার নিয়ম না থাকলেও তা দলীয় নির্বাচনে রুপ নিয়েছে। এই নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় পর্যায়ে বিষয়টি দিন দিন দলীয়ভাবে প্রতিফলিত হয়ে উঠেছে। এর ফলে প্রার্থীর সমর্থনে দল বা নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
এ নির্বাচনের প্রাথীরা হলেন- বিএনপি সমর্থিত মোসাব্বের হোসেন মানু (কাপ পিরিচ), জামায়াত সমর্থিত আহমাদুল হক মানিক (দোয়াত কলম), এবং আওয়ামী লীগের দু’জন হলো খায়রুল ইসলাম (তালা) ও জাতীয় পার্টি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া হাফিজুল ইসলাম হাফিজ (আনারস)।
উল্লেখ্য, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বাবু চলতি বছরের ১০ জুন মারা যায়। এ কারণেই পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন থেকে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২১ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিল ২৩ অক্টোবর যাচাই বাছাই, এবং ২৯ অক্টোবর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।