ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

গোপালগঞ্জ পৌরসভা নির্বচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় শহর এখন সরগরম। তীব্র শীতকে উপেক্ষা করে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা ভোট প্রার্থনার দৌঁড়ে ব্যস্ত রয়েছেন। গোপালগঞ্জে ৩ জন মেয়র প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর।

বিএনপি দলীয় প্রার্থী থাকলেও নির্বচনী মাঠে তিনি পিছিয়ে আছেন। বিএনপির মেয়র প্রার্থী অ্যাড.তৌফিকুল ইসলাম তৌফিকের পক্ষে স্থানীয় বিএনপি  নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে নিরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। জেলা বিএনপির অধিকাংশ নেতারা আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মস্থান গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। এখানে বরাবরই বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন। এবারের পৌর নির্বাচনে তার ব্যতিক্রম হবে না বলে ধারণা করছেন সচেতন মহল।

Election-Pho
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। তিনি গোপালগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে দিন-রাত ভোট প্রার্থনা করে চলছেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন বিগত নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। সেই ভরসায় এবারও তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন। নিরবে নিভৃতে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে লড়াই হবে তার। তবে এ লড়াই সমানে সমানে নয়। এ লড়াইয়ে ব্যাপক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বিজয়ী হবেন বলে পর্যবেক্ষক মহল থেকে ধারণা করা হচ্ছে।

হুমায়ূন কবীর/এসএস/আরআইপি