ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় মিশ্র পদ্ধতিতে মাছ ও সবজি চাষে সাফল্য

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

মিশ্র পদ্ধতিতে মৎস্য চাষ ও ঘেরের পাড়ে সবজি চাষ করে সফল হয়েছেন চাষি ময়েজউদ্দীন শেখ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা। মাত্র ৬ মাসের ব্যবধানে তার দুই লক্ষাধিক টাকা লাভ হয়েছে।

চাষি ময়েজউদ্দীন শেখ জাগো নিউজকে বলেন, সঠিক পদ্ধতি বা প্রয়োজনীয় তথ্য জানা না থাকায় আগে কখনও মিশ্র পদ্ধতিতে মাছ ও সবজি চাষ করিনি। তবে এ বছর ব্র্যাক থেকে প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে ৫০ শতক জমি আয়তনের একটি ঘেরে ৬২ হাজার টাকা ব্যয়ে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি এবং কার্প জাতীয় মাছসহ ঘেরের পাড়ে সবজি চাষ করি। মাত্র ৬ মাসের ব্যবধানে মাছ ও সবজি বিক্রি করে দুই লক্ষাধিক টাকা লাভ হয়েছে।

তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদিউজ্জামান জাগো নিউজকে বলেন, বেসরকারিভাবে চাষিদের সমন্বিত মৎস্য চাষের উপর প্রশিক্ষণ ও বাস্তবায়নের উপর সচেষ্ট থাকলে মৎস্যখাত সমৃদ্ধ হবে। এর ফলে চাষিরা একদিকে লাভবান হবেন অন্যদিকে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ হবে।

এসএস/আরআইপি