খুলনা মেডিকেলে আরও দুইজনের মৃত্যু
খুলনায় কমেছে করোনা সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে একজনের।
রোববার (১৭ অক্টোবর) খুমেক হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর লবনচরা এলাকার ফুলঝুরি খাতুন (৫০) ও রূপসার বাসিন্দা শেখ ওয়াজেদ আলী (৬৭)।
এদিকে খুলনার তিন হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে খুলনা ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইয়োলো জোনে আটজন ও আইসিইউতে রয়েছেন পাঁচজন।
এছাড়া খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও খুলনা সিটি মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজন চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম