ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে ২৫ বিষধর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় বিষধর ২৫টি পদ্মগোখরা সাপ উদ্ধারের পর বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সাপগুলো উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে উপজেলার মাদারবুনিয়া গ্রামের সাপুড়ে নুরু মিয়া ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে দুটি প্রাপ্তবয়স্ক এবং ২৩টি বাচ্চা পদ্মগোখরা ধরে এনে বিক্রির জন্য সংগ্রহ করছিলেন। খবর পেয়ে জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য মো. রোমান ওই সাপুড়েকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-১২ সম্পর্কে জানান।

পরে ওই সংগঠনের কর্মীদের মাধ্যমে তথ্য পেয়ে বুধবার দুপুরে সাপগুলো উদ্ধার করে বন বিভাগ। ওইদিন বিকেলে রাঙ্গাবালীর কানকুনিপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শায়েব খানের উপস্থিতিতে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো অবমুক্ত করা হয়।

ইউএইচ/এএসএম