ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের সিটেই মারা গেলেন বিটিসিএল কর্মচারী

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১২ অক্টোবর ২০২১

পূজার ছুটিতে ঢাকা থেকে নোয়াখালীর চাটখিলে নিজ বাড়িতে যাওয়ার পথে বাসের সিটেই মারা গেলেন সৌরভ হোসেন চৌধুরী (৫২) নামের বিটিসিএলের এক কর্মচারী।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-নোয়াখালী হিমালয় পরিবহনে এ ঘটনা ঘটে। পরে চাটখিলের অদূরে কচুয়া বাস কাউন্টার থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম হায়দার কাজল।

তিনি জানান, নিহত সৌরভ হোসেন চৌধুরী সোমপাড়া পূর্ব শিবরামপুরের নিমাই দিঘির পাড় এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। দুই ছেলের জনক সৌরভ উত্তরা বিটিসিএল অফিসে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই রায়হান আজীম জাগো নিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‌‌‌‘মুরাদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে মৃতের ছবি দিয়ে পরিবারের খোঁজ করা হয়। পরে বিষয়টি আমার চোখে পড়লে উনার সঙ্গে যোগাযোগ করলে তিনি পাশের সিটের যাত্রী বলে জানান। পরে কাউন্টারের নাম্বার দিলে আমরা কচুয়া থেকে মরদেহ নিয়ে আসি।

কাউন্টারের লোকজন জানান, সৌরভ নামের ওই যাত্রী হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চলন্ত বাসের সিটেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে কচুয়া কাউন্টারে নামিয়ে চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। উনার পরিচয় জানা না থাকায় একজন যাত্রীকে ফেসবুকে দেওয়ার অনুরোধ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিষয়টি থানাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এআরএ