ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১০:৫৮ এএম, ১১ অক্টোবর ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে, এ সময় করোনায় কেউ মারা যায়নি।

সোমবার (১১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের মুক্তাগাছার শাহ আলী (৬৫), গফরগাঁওয়ের শামসুদ্দিন (৬৫), নেত্রকোনার দুর্গাপুরের আমেনা খাতুন (৭২) এবং নাসরিন খাতুন (৫০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন নয়জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ২১৫টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম