ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাটে জাল বিক্রি করতে গিয়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:১০ এএম, ১১ অক্টোবর ২০২১

হাটে মাছ ধরার জাল বিক্রি করতে এসে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে মারা গেলেন এক ব্যবসায়ী। রোববার (১০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গরুহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাল বিক্রেতার নাম আব্দুল হান্নান (৬০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হান্নান জাল বিক্রি করতে গরুহাটে আসেন। কিন্তু জাল বিক্রির সময় হঠাৎ পার্শ্ববর্তী একটি মরা গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে গরুহাট ইজারাদার জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বলেন, আমি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরা গাছ অপসারণ না হওয়ায় ডাল ভেঙে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানান, যেহেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এজন্য আমরা পুলিশকে কিছু জানায়নি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, গাছচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/