ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী, পটুয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক খান ও যুগ্ম সম্পাদক মো. আউয়াল আকন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হুমায়ূন কবিরের পক্ষে গণসংযোগ উপলক্ষে নির্ধারিত কর্মী সভায় অংশগ্রহণের জন্য আলতাফ হোসেন চৌধুরী গাড়ি বহর নিয়ে কলাপাড়ায় আসছিলেন। রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি আসার পরই গাড়ি বহরে হামলা চালানো হয়। এসময় ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করেছে হামলাকারীরা। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তবে পরিস্থিতি এখন শান্ত।

এমএএস/এমএস