ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশ ধরায় ৩২ জেলের ১ বছর করে জেল, ৩ ক্রেতার জরিমানা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১০:০৫ এএম, ১০ অক্টোবর ২০২১

মাদারীপুরের শিবচরে ইলিশ ধরার অপরাধে ৩২ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের এ সাজা দেওয়া হয়। শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশের একটি দল। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩২ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এসময় ইলিশ মাছ কেনার অপরাধে তিন নারী ক্রেতাকে আটক করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জব্দ করা প্রায় ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ২০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান জানান, মা ইলিশ রক্ষায় পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত তাদের। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একে এম নাসিরুল হক/এফআরএম/এমএস