ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চেক জালিয়াতির মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৯ অক্টোবর ২০২১

লালমনিরহাটের আদিতমারীতে সাবেক ছাত্রদল সভাপতি ওয়াহেদুজ্জামান আবিরকে (৩২) চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহিষখোচা বাজার থেকে গ্রেফতার করা হয়।

ওয়াহেদুজ্জামান আবির মহিষখোচা বাজার এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেবের ছেলে। তিনি মহিষখোচা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, চেক জালিয়াতির দায়ে ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে লালমনিরহাট আদালতে একটি মামলা করা হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর অভিযান চালিয়ে মহিষখোচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদিতমারী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম অপু জানান, মহিষখোচা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ওয়াহেদুজ্জামান আবির সেই ছাত্রদল আহ্বায়ক কমিটিতে নেই।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, লালমনিরহাট আদালতে মামলায় ওয়াহেদুজ্জামান আবির ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার (৯ অক্টোবর) সকালে তাকে লালমনিরহাট আদালতে পাঠান হবে।

মো. রবিউল হাসান/ এফআরএম/এএসএম