ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৮ অক্টোবর ২০২১

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার বরুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক উপজেলার বরুয়াই গ্রামের ফজলুল হকের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে কৃষক এমদাদুল হক বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে পানি দিতে যান। সেখানে সেচ পাম্প চালু করতে গিয়ে হঠাৎ এমদাদুল হকের হাত ছেড়া তারে জড়িয়ে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/এমএস