ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় রেলওয়ের কর্মচারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৮ অক্টোবর ২০২১

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মাহমুদুল হাসান সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে রাতভর অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সাগর শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় রেলওয়ে রেস্টহাউজের কেয়ারটেকার ছিলেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের কথা বলে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে রেলওয়ের প্রথম শ্রেণির রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাগর। এরপর জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। তার চিৎকার শুনে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে কক্ষের জানলার গ্লাস খুলে পালিয়ে যায় সাগর।

তিনি আরও জানান, এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ওইদিনই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা করেন। গ্রেফতার সাগরকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

নূর মোহাম্মদ/এফআরএম/এমএস