চাঁদপুরে ৬ পা নিয়ে বাছুরের জন্ম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভী ছয় পা ও দুই জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে বাছুরটিকে একনজর দেখতে মানুষ ছুটে আসছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের ঢালী বাড়ির আবদুস ছাত্তার ঢালীর একটি গাভী এই বাছুরের জন্ম দেয়। তবে বাছুরটি এখনো সুস্থ থাকলেও মা গাভীটি বাছুরটি প্রসব করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে।
গাভীর মালিক আবদুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরনের ঘটনা আমার জীবনে এই প্রথম।
তিনি বলেন, গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। কিন্তু পেছনের বাকি অংশ আর বের না হওয়ায় পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করে গাভীটির বাচ্চা প্রসব করায়। এতে গাভীটি একটু অসুস্থ হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
ছাত্তার ঢালী আরও বলেন, বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পেছনে দুটির জায়গায় চারটি পা আছে। বাকি সবকিছুই ঠিক আছে।
উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীর আনজুম অনিক জানান, বিরল বাছুর প্রসব প্রকৃতির একটি নিয়ম। এখানে কারও কোনো হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/জিকেএস