ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হোমনায় যুবলীগের বর্ধিত সভা পণ্ড : আহত ৫

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষের পর তা পণ্ড হয়ে গেছে। এ সময় যুবলীগ কর্মীদের হামলায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ অন্তত ৫ জন নেতা-কর্মী হয়েছেন। সোমবার সন্ধ্যায় হোমনা উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভার আহ্বান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন তছলিম। সভার শুরুতে পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই এবং মনোনয়ন নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে হোমনা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২ বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা সভায় উপস্থিত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ সময় হোমনা পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থীদের সমর্থকরা প্রার্থী নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের উপর চড়াও হয়। পরে উত্তেজিত মেয়র প্রার্থীর সমর্থকরা জাহাঙ্গীর আলমের উপর প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মারলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। এ সময় জাহাঙ্গীর আলম এবং মেয়র প্রার্থীদের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হন।

এ ব্যাপারে রাতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার মোবাইল ফোনে জানান, যুবলীগের বর্ধিত সভায় কিছু বখাটে চেয়ার ছুঁড়ে মেরেছে, তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

জেডএইচ