ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে পেঁয়াজের আড়তে ক্রেতাদের ভিড়

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৬ অক্টোবর ২০২১

গত কয়েকদিনে পেঁয়াজের দাম প্রতি কেজি ১০-২০ টাকা বেড়েছে। এ খবরে কিশোরগঞ্জের ভৈরবে পেঁয়াজের আড়তে ভিড় করছেন পাইকারি ও খুচরা ক্রেতারা। সেখানে এক পাল্লা পেঁয়াজ (পাঁচ কেজি) বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ৬০-৬২ টাকা পড়ছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে ভৈরবের পাইকারি পেঁয়াজ বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

jagonews24

আড়ত থেকে পাঁচ কেজি পেঁয়াজ কিনেন ভৈরব উপজেলার বাশঁগাড়ি গ্রামের বাসিন্দা মো. রমজান মিয়া। জাগো নিউজকে তিনি বলেন, শুনেছি পেঁয়াজের দাম বাড়ছে। অন্য একটি কাজে ভৈরব বাজারে আসছি তাই বাড়ির জন্য এক পাল্লা পেঁয়াজ কিনে নিলাম। পরে যদি দাম আরও বেড়ে যায় এজন্যই আগেই কিনে নিলাম।

পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাকিল মুন্সি জাগো নিউজকে বলেন, ভারত থেকে আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। ফলে আমাদেরকেও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। গত দুদিন আগে পাইকারি বাজার প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫০-৫৮ টাকা কিন্তু আজ প্রতি কেজি ৬০-৬২ টাকা দরে বিক্রি করছি।

jagonews24

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা জানান, পেঁয়াজের দাম বাড়ার কারণে কোনো অসাধু ব্যবসায়ী বেশি দামে যেন পেয়াজ বিক্রি না করে সেদিকে প্রশাসন মনিটরিং করছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী বেশি দামে পেঁয়াজ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসজে/এমএস