ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় জাল সনদ তৈরির অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৫ অক্টোবর ২০২১

খুলনায় জাল সনদসহ ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) নগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর বয়রা বাজার এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে ইয়াসিন হোসেন (২৮) ও পাইকগাছার মধুখালী গ্রামের মৃত কালিপদ মণ্ডলের ছেলে মৃত শীবপদ মণ্ডল (৪৩)।

র‌্যাব জানায়, বয়রা বাজারে রনি ওয়ান লাইন সলিউশন ও অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে দুটি দোকানে অভিযান চালিয়ে দুই প্রতারককে বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি কিবোর্ড, দুটি মাউস, একটি স্ক্যানার, তিনটি প্রিন্টার জব্দ করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম