ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ১০

প্রকাশিত: ১০:২৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্তারের স্ত্রী কুলসুম বেগম (৫২), নড়াইলের কালিয়া উপজেলার জামবেলডাঙ্গা গ্রামের আফতাফ শেখের ছেলে আসাদ শেখ (৫৫), আসাদের স্ত্রী হোসনে আরা (৪৫), ছেলে রাসেল (১৮), রেজাউল শেখের স্ত্রী হাসিনা বেগম (৪৬), মেয়ে কাজল (২০) ও হেমানী (২৫), ফেরদৌস রহমানের স্ত্রী নূরী শেখ (২৭), বারিকুলের স্ত্রী স্বপ্না বেগম (৩০) ও হাফিজুর শেখের স্ত্রী রাশেদা বেগম (৩০)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, আটকরা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায়। সেখানে কিছু দিন অবস্থান করার পর দেশে ফেরার সময় তাদের আটক করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে যায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের মামলা হয়েছে। দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসএস/আরআইপি