ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১১:২৪ এএম, ০৪ অক্টোবর ২০২১

দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর অবশেষে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’। ফেরিটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বরের পিলারের মধ্য দিয়ে সফলভাবে অতিক্রম করে। পরীক্ষামূলকভাবে সচল হওয়া ফেরিটিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ এবং সেতু কর্তৃপক্ষের পর্যবেক্ষক দল রয়েছে।

jagonews24

সংশ্লিষ্টরা জানান, ফেরিটি নির্বিঘ্নে নদী পার হতে পারলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।

jagonews24

এদিকে ফেরি সচল হওয়ার খবর পেয়ে সকাল থেকে শিমুলিয়া ঘাটে ছোট-বড় যানবাহন আসতে শুরু করেছে।

jagonews24

জানা যায়, পদ্মায় তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় গত ১৮ই আগস্ট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এই রুটের বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরার মাঝিরকান্দিতে ফেরিঘাট তৈরি করে শিমুলিয়া-মাজিরকান্দি রুটে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এফআরএম/জেআইএম