ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১০:১৮ এএম, ০১ অক্টোবর ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের খোদে নেওয়াজ (৬০), গৌরীপুরের রাশিদা খাতুন (৬৫), জামালপুর সদরের আলমগীর (৫০)। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ের জুলেখা (৪০) এক নারী করোনায় মারা গেছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১১৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ২৭৫ টি নমুনা করে ৬ জন করোনা শনাক্ত হয়েছে।

এমএএইচ/জিকেএস