ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্রে সার্ভার সমস্যা, টাকা দিয়ে রেজিস্ট্রেশন টিকাগ্রহীতাদের

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহে করোনার টিকা রেজিস্ট্রেশনের সার্ভার সমস্যায় ভোগান্তিতে পড়েছেন গণটিকা কেন্দ্রে আসা সাধারণ মানুষ। কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে না পেরে বাইরের দোকান থেকে ৫০-১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে টিকাগ্রহীতাদের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩২ নম্বর ওয়ার্ডে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মসিকের ৩২ নম্বর ওয়ার্ডের গণটিকা কেন্দ্রে ভিড় নেই। কেন্দ্রে টিকা রেজিস্ট্রেশনের সার্ভার সমস্যার কথা শুনে পাশের দোকানগুলোতে ভিড় করছেন তারা। এসব দোকান থেকে ৫০-১০০ টাকায় রেজিস্ট্রেশন করে কেন্দ্রে টিকা নিচ্ছেন অনেকে। টাকা না থাকায় টিকা নিতে আসা অনেক মানুষকে ফিরে যেতে দেখা গেছে।

নগরীর কুড়েরপাড় এলাকার আব্দুস সালামের স্ত্রী জরিনা বেগমের (৫৫) বলেন, আমরা জানি টিকা নিতে টাকা লাগে না। এখানে এসে জানতে পারি সার্ভার সমস্যা। পরে আবারও বাড়িতে গিয়ে ৫০ টাকা এনে ফারুকের দোকান থেকে নিবন্ধন করে টিকা নিয়েছি।

একই এলাকার নাছির উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমিও বাইরে ফারুকের দোকান থেকে ৫০ টাকায় রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছি।

এ বিষয়ে টিকা কেন্দ্রের ভলান্টিয়ার মো. রানা মিয়া বলেন, আমরা কাউকে বাইর থেকে রেজিস্ট্রেশন করতে বলিনি। কেউ যদি বাইর থেকে টাকা খবর করে রেজিস্ট্রেশন করেন তাতে আমাদের কিছু করার নেই।

jagonews24

স্থানীয় দোকানদার ফারুক মিয়া জাগো নিউজকে বলেন, আমি ব্যবসা করি। কেউ টিকা রেজিস্ট্রেশন করতে আসলে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছি।

টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা মাশরুর আহমেদ শুভ বলেন, আমরা দুইজন টিকা রেজিস্ট্রেশন করছি। বিভিন্ন সময় সার্ভার সমস্যা করছে। এ কারণে অনেকে হয়তো বাইরে থেকে রেজিস্ট্রেশন করে থাকতে পারেন।

এ বিষয়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মণ্ডল জাগো নিউজকে বলেন, কেউ যদি বাইরে থেকে টিকা রেজিস্ট্রেশন করে টিকা নেন সেখানে আমাদের কিছু করার নেই।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা এইচকে দেবনাথ জাগো নিউজকে বলেন, টিকাকেন্দ্রে কেউ যদি কোনো প্রকার টাকা নেন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। কেউ বাইরের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন সেখানে আমাদের কিছু করার নেই।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস