দিনাজপুর পৌরসভার ১২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া
দিনাজপুর পৌরসভার কাছে ১২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রসিটি সাপ্লাই কোম্পানি।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি তোলা হয়।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, স্মাট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পরিচালক মাহাবুবুল আলম চৌধুরী, নেসকো দিনাজপুরের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসিবুর রহমান, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান দেওয়ান ও সাইয়েদুন মোরশালিন, দিনাজপুর বিক্রয় ও বিতরণ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান ও ২ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদত হোসেন প্রমুখ।
এদিকে সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেন, পৌর কর্তৃপক্ষের কাছে ১২ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে জনগণকে দুর্ভোগে পড়তে হবে। আর এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া কিছু করার থাকবে না।
এসময় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, ১২ বছর পূর্বে আমি যখন মেয়র নির্বাচিত হই তখন পৌরসভায় বিদ্যুৎ বিল সাড়ে ৫ কোটি টাকা বকেয়া ছিল। বর্তমানে রাজস্বসহ বিভিন্ন খাতে আয় কম হওয়ায় বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম