ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১০:১৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা যান সাতজন।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুরের হাজী আতাউল্লাহ (৯০), শেরপুর সদরের নুরুল আমিন (৬০), নেত্রকোনা পুর্বধলার সুলতানা (৪০)। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা (৪০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন আরও ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়সনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ।

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/এমএম