ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

বরগুনার তালতলীতে বাড়ির পাশের ডোবায় জাল তুলতে গিয়ে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন মৃধা (৪৫) নামের এক কৃষক মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মো. আনোয়ার হোসেন মৃধা কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সকালে বাড়ির পাশের ডোবায় জাল তুলতে গিয়ে সেখানে বজ্রপাতে তার দেহ ঝলসে যায়। তিনি বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে তারা মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা কামাল মৃধা বলেন, আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। সে কৃষিকাজ ও মাছ ধরে সংসার চালাতো।

তালতলী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরএইচ/এএসএম