ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ২
ভোলার বঙ্গোপসাগর মোহনায় ট্রলারডুবিতে দুই জেলে নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগর মোহনার লাল বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. মাহাবুব (৩৬) ও মো. রুবেল (২৭)।
উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানান, গত ২২ সেপ্টেম্বর (বুধবার) সকালে মনপুরার হাজিরহাট চরফৈজুদ্দিন গ্রামের ১১ মাঝি গিয়াস উদ্দিনের ট্রলার নিয়ে বঙ্গোপসাররের মোহনায় মাছ শিকারে যান। শুক্রবার ভোরে মোহনার লাল বয়া এলাকায় মাছ শিকার করছিলেন তারা। ওই সময় একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে পাশে থাকা কামাল মাঝির ট্রলার মাহফুজ আলম, মনির, শাহীন, গিয়াস উদ্দিন, মনির হোসেন, কামাল, হাফেজ ও নাছির মাঝিকে উদ্ধার করে। এসময় মাহবুব ও রুবেল মাঝির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। তবে তার নাম পাওয়া যায়নি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, নিখোঁজ জেলের সন্ধান চালানো হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম