ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা

প্রকাশিত: ০২:৪৭ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাগুরা পৌর এলাকা। পোস্টার, ব্যানার, লিফলেটে ছেয়ে গেছে পৌর এলাকার রাস্তা-ঘাট বিপণী বিতান ও পাড়া-মহল্লার অলিগলি। পাশাপাশি প্রার্থীদের মাইক প্রচার চলছে সর্বত্র।

উঠান বৈঠক, গণ-সংযোগ, কর্মী সমাবেশসহ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, এমন প্রার্থীকে তারা ভোট দিবেন যিনি নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পৌরসভার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

প্রার্থীরা পৌরসভার উন্নয়নে নানা আশ্বাস দিচ্ছেন। শোনাচ্ছেন আশার কথা। চায়ের দোকানে নানা আলোচনা সমালোচনা চলছে এ নির্বাচন নিয়ে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মাগুরার একমাত্র পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ইকবাল আকতার খান কাফুর ও হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মশিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন।

সাধারণ ভোটাররা সুশিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আশা ব্যক্ত করছেন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর নির্বাচনের রিটানিং অফিসার খন্দকার আজিম আহম্মেদ জাগো নিউজকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, এ নির্বাচনে মোট ভোটার ৬৫ হাজার ৮’শ ৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪’শ ১২ জন ও নারী ভোটার ৩৩ হাজার ৪’শ ৪৭ জন।

উল্লেখ্য, মোট ভোট কেন্দ্র ৩২টি। এর মধ্যে ৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

আরাফাত হোসেন/এসএস/এমএস