ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১০:০৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২২ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৭১ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭৬ জন এবং মারা ৭৬২ জন।

আল-মামুন সাগর/এসজে/এএসএম