ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসায় গিয়ে টিকা না দেওয়ায় মেডিকেল টেকনোলজিস্টকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১

বাসায় গিয়ে করোনার টিকা না দেওয়ায় মো. আমির হোসেন (৩৬) নামের এক মেডিকেল টেকনোলজিস্টকে (এমটিইপিআই) চেয়ার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন একই কার্যালয়ের স্টোরকিপার।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত মো. আমির হোসেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ মাদবরের ছেলে। হামলাকারীর নাম সিয়াম জাহান কালু (৩১)। তিনি একই উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।

আহত আমির হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আমির হোসেনের অফিস কক্ষে যান সিয়াম। তখন সিয়াম এক আত্মীয়ের জন্য বাসায় নেবেন বলে করোনা টিকা চান। টিকা দিতে অস্বীকার করলে আমিরকে চেয়ার দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন সিয়াম। পরে আহত আমির হোসেনকে সহকর্মীরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত স্টোরকিপার সিয়াম জাহান কালুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, হাসপাতালে আমিরকে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম