ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কি‌শোরগঞ্জে রেল‌স্টেশ‌নের রেস্টহাউ‌জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী‌

জেলা প্রতিনিধি | ‌কি‌শোরগঞ্জ | প্রকাশিত: ০৪:১৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১

কি‌শোরগঞ্জ রেলস্টেশ‌নের রেস্টহাউ‌জে এক স্কুলছাত্রী‌কে ধর্ষণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে রেলও‌য়ের এক কর্মচা‌রীর বিরু‌দ্ধে। হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে পু‌লিশ।

সোমবার রাত ৮টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় থানায় মামলা হ‌লেও অ‌ভিযুক্ত সাগর‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। তবে তার বিরু‌দ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হ‌চ্ছে ব‌লে জা‌নিয়ে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

পু‌লিশ জানায়, ‌সোমবার সন্ধ্যার পর বন্ধুর জন্ম‌দি‌নের অনুষ্ঠানের কথা ব‌লে পঞ্চম শ্রে‌ণি পড়ুয়া ছাত্রী‌কে ‌স্টেশন এলাকার বাসা থে‌কে কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের দ্বিতীয় তলায় ভিআই‌পি রেস্টহাউ‌জে ‌নি‌য়ে যায় রেলও‌য়ের চতুর্থ শ্রে‌ণির কর্মচা‌রী মাহমুদুল হাসান সাগর।

সেখানে নি‌য়ে ভেতর থে‌কে দরজা বন্ধ ক‌রে দেয়। প‌রে রেস্টহাউ‌জের টয়‌লে‌টে মে‌য়ে‌টি‌কে হাত-পা বেঁ‌ধে ধর্ষণ ক‌রে। রাত ৮টার দি‌কে মে‌য়ে‌টির চিৎকার শু‌নে জিআর‌পি থানা পু‌লিশ ও স্টেশ‌নের লোকজন সেখা‌নে গি‌য়ে দ‌রজার ছিট‌কি‌নি ভে‌ঙে হাত-পা বাঁধা অবস্থায় মে‌য়ে‌টি‌কে উদ্ধার ক‌রে। এ সময় জানালা দি‌য়ে পা‌লি‌য়ে যায় সাগর।

তা‌কে গ্রেফতা‌রে অভিযান চল‌ছে ব‌লে জানান জিআর‌পি থানার মোহা. এমদাদুল হক।

‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের সহকা‌রী স্টেশনমাস্টার জয়নাল মিয়া জানান, লোকজ‌নের হইচই শু‌নে তারা ঘটনা জান‌তে পা‌রেন। সি‌সি ক্যামেরার ফু‌টে‌জে সন্ধ্যার পর সাগর‌কে মে‌য়ে‌টি‌কে নি‌য়ে রেস্টহাউ‌জে যে‌তে দেখা যায়। বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

এ ঘটনায় মে‌য়ে‌টির ভাই বাদী হ‌য়ে রাতেই সাগ‌রের না‌মে রেলও‌য়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

সাগর রেলও‌য়ের প্র‌কৌশল বিভা‌গের চতুর্থ শ্রে‌ণির অস্থা‌য়ী কর্মচা‌রী। নির্যাত‌নের শিকার মে‌য়ে‌টি তার খালা‌তো বোন।

নূর মোহাম্মদ/এমএইচআর