ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘিতে অর্থ সঙ্কট আর স্ত্রীর সঙ্গে কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন গোলাম মোস্তফা (৪২) নামের এক ব্যক্তি। রোববার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মোস্তফা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক প্রবাসফেরত মোস্তফা অর্থ সঙ্কটে পড়ে উপজেলার সান্তাহারে একটি খেলাঘর দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেন। এমন পরিস্থিতিতে স্ত্রী আসমার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। রোববার সন্ধ্যার একটু আগে সান্তাহার খাড়িরব্রিজ কবরস্থানে বসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মোস্তফা। পরে ফোন করে পরিবারকে বলেন, ‘আমি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও’। পরে পরিবারের লোকজন এসে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম