ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু মিয়া নামের এক চালক (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেন্টু মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরুন মিয়ার ছেলে।

নিহত ব্যক্তি পিকআপভ্যানের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পিকআপভ্যানের সহকারী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন পিকআপভ্যানের সহকারী।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস