সাতক্ষীরায় কথিত পল্লীচিকিৎসক দম্পতিকে দেড় লাখ টাকা জরিমানা
সাতক্ষীরায় কথিত পল্লীচিকিৎসক দম্পতিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন-রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং তার স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ সময় অ্যানালাইজার মেশিন ও প্যাড জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে বাড়িতেই দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবসা করে আসছিলেন।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম