ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৮৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

৮৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য রংপুর বিভাগ।তবে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর আগে গত ১৮ জুন মৃত্যুশূন্য ছিল রংপুর বিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্ব) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময় ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রংপুরে ৫, পঞ্চগড়ে ৭, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৫, ঠাকুরগাঁওয়ে ১৭ ও দিনাজপুরের ৯ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২০৬। এদিকে করোনা সংক্রমণে বিভাগে মোট ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে টিকা নিতে হবে।

জিতু কবীর/এএইচ/এমএস