হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরিচ্ছন্নতা ব্যয় সাড়ে ৫ কোটি টাকা
হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পরিচ্ছন্নতা বাবদ সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ কোটি ২৬ লাখ এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসায় ব্যয় হয়েছে ২৬ লাখ ৯০ হাজার টাকা। মোট ব্যয় হয়েছে পাঁচ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এক হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার ও এগুলোতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনা হয়েছে। এজন্য প্রতিটি বিদ্যালয়ে গড়ে ৫০ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে পাঁচ কোটি ২৬ লাখ টাকা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, নির্দেশনা পাওয়ার পর থেকেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রথমদিনে সফলভাবে পাঠদান সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় স্কুল, কলেজ, মাদরাসাসহ মোট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এক হাজার ৩২১টি। এর মধ্যে শুধু প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজার ৫২টি। আর এসব প্রতিষ্ঠানে চার লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম