ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙ্গায় সাম্যবাদী দলের নেতা টুটুলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশের সাম্যবাদী দলের নেতা জাহেদ আহমেদ টুটুলের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর)) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাহেদ আহমেদ টুটুল মৃত ছিদ্দিক আহমেদের ছেলে। তিনি বাংলাদেশ সাম্যবাদী দলের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ছিলেন। মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকার বাসিন্দা তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। ২০১৯ সাল থেকে মাটিরাঙ্গা ওয়াছু রাবার বাগান এলাকা ‘পাঠশালা বিন্দু থেকে’ নামে একটি বিদ্যালয় পরিচালনা করতেন তিনি।

jagonews24

টুটুলের রাজনৈতিক সহকর্মী মো. রফিকুল ইসলাম জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি ফেরেন জাহেদুল ইসলাম। রাত ৮টার দিকে ডা. সুশান্ত বড়ুয়াকে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় নামিয়ে দিয়ে তিনি একা মোটরসাইকেলে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় সকাল থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। এক পর্যায়ে রোববার দুপুরে সাপমারা-ব্যাঙমারা এলাকার মাঝামাঝি একটি কালভার্টের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ব্যাগও উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহেদ আহমেদ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফআরএম/জেআইএম