ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবাহী অটোরিকশা নদীতে, প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

কিশোরগঞ্জের তাড়াইলে যাত্রীবাহী অটোরিকশা নদীতে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর তালজাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নোহা আক্তার। সে কিশোরগঞ্জ সদর উপজেলার সুন্দিরবন গ্রামের রমজান মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, রমজান মিয়া তার স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাড়াইল উপজেলার তালজাঙ্গা বাঁশহাটি গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা সড়কঘাটা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নরসুন্দা নদীতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন নদী থেকে অটোরিকশার চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নদীতে ডুবে নিখোঁজ হয় নোহা আক্তার।

jagonews24

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/এসআর/জেআইএম