ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা উৎসব

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একটি ধর্মান্ধ গোষ্ঠি ধর্মের দোহাই দিয়ে বাঙালির এই সংস্কৃতিকে নসাৎ করতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকার বঙ্গীয় সংস্কৃতিতে বিশ্বাস করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে গণভবনে পিঠা উৎসব করেছিল।

বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এবং নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত পিঠা মেলায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গীয় সংস্কৃতিক পুনঃজাগরণ হচ্ছে। তাই যখনই বঙ্গীয় সংস্কৃতির কথা আসবে তখনই নারীদের এগিয়ে যাওয়ার কথা আসবে।

Cake-Fair

দিনব্যাপী এ পিঠা মেলা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৬টি স্টলে হরেক রকমের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেছেন নারীরা। এরপর ব্রাহ্মণবাড়িয়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর