দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, দোকান লুট
দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশে শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করে দোকানের টাকা-পয়সা ও মালামাল লুট করেছে কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের চৌধুরী মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে।
তার ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শফিকুল দোকান খুললে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার কাছে কিছু মালের অর্ডার দেন। এক পর্যায়ে তারা শফিকুল ইসলামকে ঝাপটে ধরে পেছন থেকে নাকে-মুখে টেপ পেঁচিয়ে দেয়। এতে দোকানেই তার বাবার মৃত্যু হয়। পরে কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
মৃত্যুর খবর মঙ্গলবার রাতে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম। শফিকুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
বুধবার সকালে শফিকুল ইসলামের বাড়িতে গেলে তার মেয়ে প্রমী আক্তার জানান, তার বাবা জীবিকার সন্ধানে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অবৈধ হয়ে যাওয়ায় তেমন কাজকর্ম করতে পারেননি। সম্প্রতি তিনি কাগজপত্র ঠিক করে লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন।
ইকবাল হোসেন মজনু/বিএ/জেআইএম