ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্য ১১০০ ছাড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জন করোনা শনাক্ত হয়েছেন। বিভাগে করোনা শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনসহ বাকি সবাই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১০৬ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলায় সর্বোচ্চ মারা গেছেন ৯১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জে ৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জনের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ১৩ জন, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন। এনিয়ে এই বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে সিলেটে ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬১৫৬ জন, মৌলভীবাজারের ৭৮৫৭ জন ও হবিগঞ্জের ৬৫২৩ জন রয়েছেন।

এছাড়া, বর্তমানে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯৭ জন। আর ২২২ জন করোনা আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

ছামির মাহমুদ/ এফআরএম/জিকেএস