ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্যাতনবিরোধী কর্মসূচিতে মা-বোন, ঘরে অ্যাসিডে ঝলসে গেলো গৃহবধূ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

ফেনীর ফুলগাজীতে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর স্বজনদের বিরুদ্ধে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বোন জানান, বাকপ্রতিবন্ধী গৃহবধূকে গ্রামের বাড়িতে রেখে রোববার সকালে তিনি ও তার মা ফেনীতে নারী-নির্যাতনবিরোধী কর্মসূচিতে যোগ দিতে যান। কর্মসূচি শেষে তারা খবর পান স্বামীর পক্ষের মিনার ও তারেক ঘরের জানালা দিয়ে তাকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তারেক ওই গৃহবধূর স্বামীর ফুফাতো ভাই ও মিনার তার ভাগ্নে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে ৭ আগস্ট চিকিৎসার নামে ফেনীর পরশুরামের শ্বশুর বাড়িতে সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় ওই গৃহবধূকে। এ ঘটনায় মামলা দিলে গৃহবধূর ননদ হাসিনা আক্তার ও তার স্বামী আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস