৫ দিন পর চাঁদপুরে আবারো টিকা কার্যক্রম শুরু
অবশেষে পাঁচ দিন বন্ধ থাকার পর চাঁদপুরে আবারো চালু হলো টিকাদান কর্মসূচি। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ১ লাখ ৫ হাজার ডোজ সিনোফার্মার টিকা পৌঁছায়। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে টিকা দেওয়া শুরু হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
এর আগে, ৩১ আগস্ট চাঁদপুরে মজুত শেষ হওয়ায় করোনার টিকাদান কার্যক্রম আপাতত বন্ধ করে দেওয়া হয়।
চাঁদপুরে টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ লাখ ৫১ হাজার জন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ৩০ হাজার জন। আর প্রায় ১ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন সাখাওয়াত বলেন, সর্বশেষ শনিবার ১ লাখ ৫ হাজার ডোজ টিকা আসায় আবারও টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। তবে আগামী ৭ থেকে ১২ তারিখের ক্যাম্পেইনের জন্য ৬২ হাজার ডোজ এবং বাকি ডোজ নিয়মিত টিকাদানের জন্য চলমান থাকবে।
তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ৮ তারিখের পর আরও টিকা চাঁদপুরে এসে পৌঁছার সম্ভাবনা আছে। অক্টোবর মাসে আরও এক কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম