ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জিন হাজিরের’ নামে যৌন হয়রানি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

‘জিন হাজির’ করা হয় এমন কথা বলে নিঃসন্তান নারীদের যৌন হয়রানি করার অভিযোগে রুম্মান হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক হাফেজ রুম্মান হাসান বিহার ফকির পাড়ার আজাহার আলী ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, আজাহার আলী ফকির দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ কবজ করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন বলে এলাকায় প্রচলিত ছিল। তার ছেলে রোমান ওরফে রুম্মান হাসান স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পড়াশোনা শেষ করে তার বাবার সঙ্গে ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে বাড়িতেই আস্তানা খুলে বসেন রুম্মান। জিন হাজিরের মাধ্যমে ভবিষ্যত বাণী দিতে পারেন বলে এলাকায় প্রচার করতেন তিনি।

স্থানীয়রা আরও জানান, নিঃসন্তান নারী ও প্রবাসীদের স্ত্রীরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তার বাড়িতে ভিড় জমাতেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়া, প্রেমের সস্পর্ক স্থাপন করে দেয়া থেকে শুরু করে সব ধরনের সমস্যার সমাধানের নামে নারীদের যৌন হয়রানির পাশাপাশি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন তিনি। কিন্তু মান-সম্মানের ভয়ে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতেন না।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটমুল ইউনিয়নের চক কানু গ্রামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে আটক করা হয় রুম্মানকে। পরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মৃত মানুষের মাথার একটি খুলি, যৌন উত্তেজন ওষুধসহ অসংখ্য তাবিজ জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের পর রোমানের বিরুদ্ধে নারীদের যৌন হয়রানীর অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে।

এফআরএম/এএসএম