ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ আটক ৪ কারবারি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদক জব্দ করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন-ময়মনসিংহের ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আবদুল গনির ছেলে মো. আমজাদ হোসেন (২৮), শেরপুরের দুছরা থানার ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২৭), ভোলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাজার এলাকার মো. মজিদের ছেলে মো. সুজন (২৪) এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলাল (২৪)।

র‌্যাব-১১ এর অধিনায়ক জানান, আটকরা নিজেদের মধ্যে যোগসাজশ করে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানে করে ২৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশি মদ নিয়ে নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো। তারা দীর্ঘদিন ধরেই অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে বিয়ার ও বিদেশি মদ পরিবহন করে আসছিলো। আটক মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে এর আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঢাকার বনানী থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি। আটকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এস কে শাওন/ এফআরএম/এএসএম