ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুমের ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই চেষ্টা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালককে বিস্কুটের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে একটি ছিনতাইকারী চক্র। এরপর অজ্ঞান চালককে নিরিবিলি স্থানে নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন এক ছিনতাইকারী। তবে চক্রের অন্য এক সদস্য কৌশলে পালিয়ে যান। শনিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৩৭) উপজেলার আঠারবাড়ি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ছিনতাইকারী সোহরাব মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে জনতা। সোহরাব কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারহাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম আবু হানিফ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সকালের দিকে রফিকুল ইসলাম উপজেলা পরিষদের সামনে এসে দাঁড়ায়। এসময় যাত্রীবেশে একজন দোকান থেকে বিস্কুট নেন। গাড়িতে বসে চালককে সেই বিস্কুট ও পানি খেতে দেন। বিস্কুট ও পানি খেতেই চালক ঘুমে অচেতন হয়ে পড়েন। পরে উপজেলা পরিষদের ভেতরে শহীদ মিনারের কাছে নিয়ে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা একজনকে আটক করেন। এসময় আরেক জন কৌশলে পালিয়ে যান।

পরে স্থানীয়রা ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঞ্জুরুল ইসলাম/ইউএইচ/এমআরএম/এমকেএইচ