ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে দিনব্যাপি আনন্দ উৎসব

প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

দীর্ঘ ৬৮ বছরের বন্দী দশা থেকে মুক্তির পর স্বাধীন দেশের প্রথম নাগরিক হিসেবে লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলের কয়েক হাজার নাগরিক ৪৪তম বিজয় দিবস পালন করেন।

বুধবার সকাল থেকে লালমনিরহাটের হাতীবান্ধায় উত্তর গোতামারী সদ্য বিলুপ্ত ছিটমহলে বিজয় দিবস পালন ও দিনব্যাপি কর্মসূচি হাতে নিয়েছেন বাসিন্দারা। সকাল ৭ টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও শপথ বাক্য পাঠ করেন।

নানা বয়সী নারী-পুরুষ,শিশু মেতেছিল বিজয় উল্লাসে। বাঙালির বিজয় ভাগাভাগি করে নিতে সদ্য বিলুপ্ত ছিটমহলের উত্তর গোতামারী এম এ উচ্চ বিদ্যালয় মাঠে বাসিন্দারা বিজয়ের উল্লাস করতে থাকে। এ সময় সব বয়সী নারী, পুরুষ ও শিশুরা খেলাধুলায় অংশগ্রহণ করেন।

খেলাধুলার মধ্যে রয়েছে নারীদের বালিশ পাচার, চেয়ার খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বিস্কুট দৌড়, মোরগ যুদ্ধ, বাইসাইকেল চালানো ইত্যাদি।

দীর্ঘ ৬৮ বছর পর এই প্রথম বিজয় দিবস উদযাপন করতে পেরে আনন্দে আবেগাপ্লুত বৃদ্ধ ছকবার আলী জাগো নিউজকে বলেন, প্রথম বিজয় দিবস পালন করে আজ আমাদের সকলেই বাংলাদেশি হওয়ার স্বাদ গ্রহণ করছি। সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করছি।

বিলুপ্ত ছিটমহল নেতা আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করে এখন দেশের ৪৪তম বিজয় দিবস পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

রবিউল হাসান/এসএস/এমএস